আগামী জুলাইয়ে ৪৪ এ পা দেবেন মহেন্দ্র সিং ধোনি। খুব স্বাভাবিকভাবেই উঠে আসছে তার ক্রিকেট ছাড়ার প্রসঙ্গটি। বিশেষ করে আইপিএলের ১৮তম আসরের শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ধোনির অবসর ইস্যু। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক নিজে বিষয়টি নিয়ে মুখ খুলে সব কৌতুহলের জবাব দিলেন।
অবসর প্রসঙ্গে ধোনি বলেন, ‘যতদিন সম্ভব হয় চেন্নাইয়ের হয়ে খেলে যাবো। এটা আমার দল। আমি হুইল চেয়ারে থাকলেও চেন্নাই আমাকে ছাড়বে না।’
ধোনির কথায় স্পষ্ট, আপাতত অবসর নেওয়ার কোনো ভাবনাই নেই তার মাথায়। চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও মনে করেন, চেন্নাইকে আরও দেওয়ার আছে ভারতের সাবেক অধিনায়কের, ‘এই বয়সেও ধোনি দারুণ ব্যাটিং করছেন। উনার সম্পর্কে আমরা সবাই অবগত। আমি মনে করি ধোনি আরও কয়েকটা বছর খেলতে পারবেন।’