শনিবার

০৫:১৫:২৫

১৭ মে, ২০২৫

৩০ বৈশাখ, ১৪৩২

১৭ জিলকদ, ১৪৪৬

Edit Content

শনিবার, ১৭ মে, ২০২৫

  1. Home
  2. Lead
  3. পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ট্রফি নিউজিল্যান্ডের

আ. লীগের বিচারসহ ৮ দফায় একমত এনসিপি ও খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক:

গণহত্যার দায়ে ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচারসহ ৮ দফায় ঐকমত্য পোষণ করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও খেলাফত মজলিস।

রোববার রাজধানীর পুরানা পল্টনে খেলাফত মজলিস কার্যালয়ে দল দুটির মধ্যে অনুষ্ঠিত দ্বি-দলীয় সংলাপে এই ঐকমত্য পোষণ করা হয়।

সংলাপের বিরতিতে অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংলাপে গৃহীত দাবিগুলো হচ্ছে-২৪’র জুলাই অভ্যুত্থানে শহিদদের মর্যাদার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা এবং পরিবারকে পুনর্বাসন করতে হবে; গণহত্যার দায়ে ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে ও আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এ লক্ষ্যে জুলাই অভ্যূত্থানকালীন সময়ের মত জাতীয় ঐক্য অটুট রাখতে হবে।

জুলাই গণ-অভ্যূত্থানকালীন গণহত্যা, শাপলা চত্বরে গণহত্যা, পিলখানায় বিডিআর হত্যা -সহ বিগত ১৫ বছরে গুম, খুন, হত্যায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে; আলেম-উলামা-সহ রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে; সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বৃদ্ধি ও শিল্পখাতে নতুন গ্যাস সংযোগে অতিরিক্ত (৩৩%) মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে; গাজায় ইসরাইলী গণহত্যা বন্ধে জাতিসংঘসহ বিশ^ সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ভারতীয় মুসলমানদের সম্পদ লুট ও ধর্মীয় স্থাপনা ধ্বংসের জন্য ভারতের মুসলিম ওয়াক্ফ সংশোধনী বিল বাতিল করতে হবে। ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর জুলুম নির্যাতন বন্ধ করতে হবে এবং মৌলিক সংস্কারের জন্য ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন

Scroll to Top