শনিবার

১৯:১৫:৪৪

১৭ মে, ২০২৫

৩০ বৈশাখ, ১৪৩২

১৭ জিলকদ, ১৪৪৬

Edit Content

শনিবার, ১৭ মে, ২০২৫

  1. Home
  2. Lead
  3. পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ট্রফি নিউজিল্যান্ডের

ইসরাইলি পণ্য মাটিতে ফেলে ঢাকা উত্তর বিএনপির প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:

ফিলিস্তিনে পরিচালিত ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। প্রতিবাদের অংশ হিসেবে ইসরায়েলি পণ্য বলে পরিচিত কোমলপানীয় স্প্রাইট মাটিতে ফেলে দিয়ে নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মহানগর উত্তর বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ প্রতিবাদ জানান।

অনুষ্ঠানে আমিনুল হক তার বক্তব্যের এক পর্যায়ে ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে মুসলিম সচেতন নাগরিক হিসেবে সবাইকে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান। একই সময় তিনি টেবিলে রাখা কোমল পানীয় স্প্রাইট মাটিতে ফেলে ভিন্নধর্মী এ প্রতিবাদ জানান। এ সময় আমিনুল হকের আহ্বানে খাবার টেবিল থেকে এই পণ্যটি ফেলে দেন হাজারও নেতাকর্মী।

আমিনুল হক ফিলিস্তিনে সব শহিদের আত্মার মাগফিরাত কামনা ও শোক প্রকাশ করে বলেন, ইসরায়েল যুদ্ধনীতি ভঙ্গ করে গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। মুসলমানদের ওপরে এ ধরনের হত্যাযজ্ঞ আমরা আর দেখতে চাই না।

অন্তর্বর্তী সরকার গত ছয় মাসেও দেশে স্থিতিশীলতা ফেরাতে পারেনি দাবি করে তিনি বলেন, এই পরিস্থিতি পরিবর্তনের একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন। আমরা বিশ্বাস করি, দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমেই দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থিতিশীলতা ফিরে আসবে।

তিনি আরও বলেন, দেশের মানুষ দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। মানুষ পরিপূর্ণভাবে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে চায়। দেশের মানুষ স্বৈরাচারের রেখে যাওয়া ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে চায়। সেটি তখনই সম্ভব, যখন দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমিনুল হক সরকারকে বিলম্ব না করে দ্রুত সময়ের ভিতরে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন

Scroll to Top