শুক্রবার

১৬:০৩:০৬

১৬ মে, ২০২৫

২৯ বৈশাখ, ১৪৩২

১৬ জিলকদ, ১৪৪৬

Edit Content

শুক্রবার, ১৬ মে, ২০২৫

  1. Home
  2. Lead
  3. ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় জামায়াত

ইসরায়েলি-আমেরিকান জিম্মি ইসরায়েলের হামলায় নিহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:

দখলদার ইসরায়েলের আমেরিকান-ইসরায়েল জিম্মি এডেন আলেক্সান্ডারের সঙ্গে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে হামাসের যে গার্ড নিরাপত্তা দিত তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে হামাস।

আজ শনিবার (১৯ এপ্রিল) হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, এডেন আলেক্সান্ডার যেখানে ছিলেন সেখানে গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী হামলায় চালায়। এরপর তার নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ডের সঙ্গে প্রথমে সংযোগ বিচ্ছিন্ন হয়। কয়েকদিন পর হামাসের যোদ্ধারা ওই গার্ডের মরদেহ উদ্ধার করে। তবে এডেন আলেক্সান্ডারের কোনো খবর পাওয়া যায়নি।

এডেন আলেক্সান্ডার ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য ছিলেন। তাকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা সীমান্ত থেকে ধরে নিয়ে আসে হামাসের যোদ্ধারা।

এই জিম্মির আমেরিকান নাগরিকত্ব থাকায় তাকে ছাড়াতে গত মাসে যুক্তরাষ্ট্র সরাসরি কাজ শুরু করেছিল। তবে ওই সময় তাকে ছাড়াতে পারেনি মার্কিন সরকার। এখন শোনা যাচ্ছে এডেন ও আরও চার মৃত মার্কিন জিম্মিকে ছাড়াতে যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করবে। এরমধ্যে হামাস জানাল এডেন আলেক্সান্ডারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে, ইসরায়েলি হামলায় তিনি হয়ত প্রাণ হারিয়েছেন। আর এটি যদি সত্যি হয় তাহলে দখলদার ইসরায়েলর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর চাপ বাড়বে।

এডেন আলেক্সান্ডার ও অন্যান্য জিম্মিদের নিয়ে হামাস মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, “এডেন আলেক্সান্ডারে নিরাপত্তায় নিয়োজিত শহীদ গার্ডের মরদহে আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। তবে এডেন ও তার নিরাপত্তায় দায়িত্বে থাকা অন্য ভাইদের কোনো সন্ধান আমরা পাইনি।”

তিনি আরও বলেন, “বর্বর আগ্রাসন সত্ত্বেও আমরা সব জিম্মিকে রক্ষা এবং তাদের জীবিত রাখার চেষ্টা করছি। তবে ইসরায়েলি শত্রুদের অব্যাহত বোমা হামলার কারণে তাদের জীবন ঝুঁকিতে পড়েছে।”

হামাসের এ মুখপাত্র আরও বলেন, “দখলদাররা জিম্মিদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে বলে মিথ্যাচার করছে এবং সাবেক জিম্মিদের কাছ থেকে মিথ্যা সাক্ষাৎকার নিয়ে সেগুলো প্রচার করছে। তারা হামাসের প্রতিরোধ লড়াইয়ের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে।”

সূত্র: মিডেল ইস্ট আই

আরও পড়ুন

Scroll to Top