পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ-পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ঈদের পর সরকারবিরোধী আন্দোলন সংগঠনের প্রস্তাব করেছেন। এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন তিনি।
গত শনিবার পাকিস্তানি টিভি চ্যানেল জিও নিউজের একটি টকশো প্রোগ্রামে এ কথা জানান দলটির এক নেতা। দুর্নীতির অভিযোগে দুই মামলায় কারাদণ্ড পাওয়া ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে রয়েছেন।
পিটিআই নেতা ফয়সল চৌধুরী ‘নয়া পাকিস্তান’ নামে ওই প্রোগ্রামে বলেন, ঈদের পর ইমরান খান সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠনের প্রস্তাব দিয়েছেন। এর জন্য সব বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগের জন্য সাবেক স্পিকার ও পিটিআই নেতা আসাদ কায়সারকে নির্দেশ দিয়েছেন তিনি।
সরকারবিরোধী আন্দোলন গড়ে তুলতে আসাদ কায়সারকে মাওলানা ফজলুর রহমানের জমিয়তে উলামায়ে ইসলাম, মাহমুদ খান আচাকজাইয়ের পাখতুনখাওয়া মিল্লি আওয়ামী পার্টি, শহীদ খাকান আব্বাসির আওয়াম পাকিস্তান, গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স ও জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগের নির্দেশনা দিয়েছেন ইমরান খান।
ফয়সল চৌধুরী বলেন, সরকারবিরোধী আন্দোলনে বিরোধীদের সংযুক্ত করতে বৃহত্তর জোট গঠনের নির্দেশনা দিয়েছেন ইমরান খান। সংবিধান ও গণতন্ত্র সমুন্নত করা এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধের লক্ষ্যে এ আন্দোলন শুরু করা হবে।