ঢাকাস্থ কচুয়া সমিতির নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। ১৯ এপ্রিল (শনিবার) রাজধানীর কাকরাইলস্থ স্কাউট ভবনে কচুয়ার সবচেয়ে প্রাচীন সংগঠন কচুয়া সমিতি ঢাকার নবনির্বাচিত কমিটির সভাপতি ডা: আমিনুল ইসলাম (সদস্য পিএসসি) এবং সাধারণ সম্পাদক কাজী মো: ফজলুল করিম ( ডিআইজি এডমিন পুলিশ হেড কোয়ার্টার) ঘোষণা করা হয়।
কচুয়া সমিতির সাধারণ সদস্যরা সাধারণ সভা (এজিএম) এ অংশগ্রহণ করে কন্ঠ ভোটের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করেন। এই সময় প্রায় শতাধিক সদস্য অংশগ্রহণ করে।
কমিটির অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন ইঞ্জিনিয়ার আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিক, ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ, শহীদুল্লাহ কায়সার, মো: সিরাজুল ইসলাম, মো: মফিজুল ইসলাম, মোস্তফা কামাল মজুমদার প্রমুখ।