শনিবার

১৭:৩০:৪৪

১৭ মে, ২০২৫

৩০ বৈশাখ, ১৪৩২

১৭ জিলকদ, ১৪৪৬

Edit Content

শনিবার, ১৭ মে, ২০২৫

  1. Home
  2. Lead
  3. পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ট্রফি নিউজিল্যান্ডের

দিল্লির আধিপত্যবাদের কালো থাবা ভর করছে কিছু রাজনৈতিক নেতার ওপর

নিজস্ব প্রতিবেদক:

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আবারও কালো মেঘ দেখতে পাচ্ছি। দিল্লির আধিপত্যবাদের কালো থাবা আবারও কিছু রাজনৈতিক নেতার ওপর ভর করছে। যে কারণে আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের সুর দিচ্ছেন ওইসব রাজনৈতিক নেতারা।

তিনি বলেন, দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদকে বিদায় দিয়ে যখন একটি নতুন বাংলাদেশের যাত্রা অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তখনই নতুনরূপে আধিপত্যবাদ বিস্তারের অপচেষ্টা চালাচ্ছে। এমনকি ইসলামী শক্তিকে আলাদা করারও ষড়যন্ত্র চলছে।

রোববার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বাংলাদেশ জামায়াতে ইসলাম জেলা শাখার ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, আবু সাঈদ, মীর মুগ্ধসহ জুলাই আন্দোলনের শহীদরা আমাদেরকে দেখিয়ে গেছে জীবন দিয়ে হলেও এদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু কুরআনের আইন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই রাষ্ট্রের প্রতিটি স্তরে আল কুরআনের বিধান কায়েমের জন্য তিনি মাহে রমযানের শিক্ষা কাজে লাগিয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইন না থাকলে ব্যক্তি জীবনে আল্লাহর আইন মানা সম্ভব নয়। এজন্য আগামী দিনের রাষ্ট্র কাঠামো হোক ইসলামের, পবিত্র কুরআনের এমন প্রত্যাশাও করেন তিনি।

পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আল্লাহ যেহেতু পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে না যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন সেহেতু সর্বস্তরে কুরআনের আইন থাকতে হবে। তিনি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে একটি বরকতপূর্ণ দেশ গড়ার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন

Scroll to Top