নাওপুরা সমাজকল্যাণ ফাউন্ডেশন এর পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । নাওপুরা খানকা মাঠে শনিবার স্থানীয় সময় দুপুর ১.৩০ টায় সংগঠনের সভাপতি মো: আবুল বাশার শিমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সালেহ মো: শামীমের সঞ্চালনায় নাওপুরা সমাজকল্যাণ ফাউন্ডেশনের সদস্য হাফেজ মোঃ নিরবের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সকল সদস্যদেরকে পরিচয় করিয়ে দেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক মো: রিয়াজ উদ্দিন ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো: হাবিবুর রহমান খুসরু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য মো: সরোয়ার আলম মজুমদার, মো: জাকির হোসেন, মো: আব্দুল মমিন মেম্বার।
সভাপতির বক্তব্যে নবনির্বাচিত কমিটির সভাপতি মো: আবুল বাশার শিমুল সংগঠনের সকল সদস্যদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, তিনি বলেন আমাদের উপর নাওপুরা সমাজকল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা যে আস্থা রেখেছে আমরা কাজ করে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। সমাজের কল্যানে সকলকে সুসংগঠিত করে অতীতের মতো সমাজের সকলের জন্য নিষ্ঠার সাথে কাজ করে যাবো। অনুষ্ঠানে আগত সকল সদস্যদের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সকল অতিথিবৃন্দ সমাজের সকল ভালো কাজে সংগঠনকে সকল ধরনের সহায়তার আশ্বাস দেন এবং অতীতের মতো সংগঠন সমাজের অসহায় মানুষের পাশে থাকবে বলে তারা আশাবাদ ব্যাক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি মো: এনায়েত হাসিব, সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাজু, যুগ্ন সাধারণ সম্পাদক মো: রিয়াজ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সহ সাংগঠনিক সম্পাদক মো: গিয়াস উদ্দিন ভূঁইয়া, অফিস সম্পাদক মো : সোহেল রানা, সহ প্রচার সম্পাদক নাজমুল হাসান নাফিজ, ক্রিয়া সম্পাদক মো : মাহফুজুর রহমান সজীব, সহ ক্রিয়া সম্পাদক হোসাইন কুতুব প্রমুখ