ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল ইন্টার মিয়ামি। তবে গোল হজম করে হাল ছেড়ে দেয়নি ফ্লোরিডার ক্লাবটি। আর্জেন্টাইন ফুটবল জাদুকর মাঠে থাকায় আর দুশ্চিন্তায় পড়তে হয়নি ডেভিড বেকহ্যামের ক্লাবটিকে। সতীর্থদের প্রত্যাশামাফিক পিছিয়ে পড়ার ৯ মিনিটের মধ্যেই দলকে সমতাসূচক গোল উপহার দেন মেগাস্টার লিওনেল মেসি। ম্যাচে ঘুরে দাঁড়ায় সুপারস্টারের দল। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল ইন্টার মিয়ামি। তবে গোল হজম করে হাল ছেড়ে দেয়নি ফ্লোরিডার ক্লাবটি। আর্জেন্টাইন ফুটবল জাদুকর মাঠে থাকায় আর দুশ্চিন্তায় পড়তে হয়নি ডেভিড বেকহ্যামের ক্লাবটিকে। সতীর্থদের প্রত্যাশামাফিক পিছিয়ে পড়ার ৯ মিনিটের মধ্যেই দলকে সমতাসূচক গোল উপহার দেন মেগাস্টার লিওনেল মেসি। ম্যাচে ঘুরে দাঁড়ায় সুপারস্টারের দল।
স্কোর লেভেল হতেই ম্যাচের শেষদিকে নাটকীয় গোলে মিয়ামিকে জয়সূচক গোল উপহার দেন ফাফা পিকাল্ট। তার গোলের সুবাদেই বাংলাদেশ সময় আজ সোমবার সকালে মেজর লিগ সকারে (এমএলএস) ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছে হ্যাভিয়ের মাসচেরানোর শিষ্যরা।
ম্যাচের ১১তম মিনিটে মিয়ামির জালে বল জড়িয়ে ডেডলক ভাঙে স্বাগতিক আটলান্টা। গোলটি এনে দেন এমানুয়েল লেট লাথ। লিডটা খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। ২০তম মিনিটে টুর্নামেন্টে নিজের প্রথম গোলে স্কোর লেভেল করে ফেলেন মিয়ামি ক্যাপ্টেন।
মেসি ডি বক্সের বাইরে বলের দখল নেন বার্তোশ সালিসের কাছ থেকে। সেই বল নিয়ে রচনা করেন আক্রমণ। পেনাল্টি স্পটের কাছে স্লাইড করে ডেরিক উইলিয়ামস চ্যালেঞ্জ জানিয়ে সুবিধা করতে পারেননি। আটলান্টার রক্ষণভাগের এ ফুটবলারকে এড়িয়ে করেন দর্শনীয় এক চিপ। মেসির পা ছোঁয়া বল এগিয়ে আসা প্রতিপক্ষের গোলকিপারের মাথার ওপর দিয়ে আশ্রয় নেয় জালে। পরে ৮৯তম মিনিটে পিকাল্টের গোলে উৎসবে মেতে ওঠে অতিথি মিয়ামির ডাগআউট।