শুক্রবার

১৯:৪৭:১৮

১৬ মে, ২০২৫

২৯ বৈশাখ, ১৪৩২

১৬ জিলকদ, ১৪৪৬

Edit Content

শুক্রবার, ১৬ মে, ২০২৫

  1. Home
  2. Lead
  3. ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় জামায়াত

ফের রেকর্ড বাংলাদেশের, স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক:

ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রান তুলেছিল বাংলাদেশ নারী দল। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে ২৫২ রানের রেকর্ড ভেঙে এটি ছিল ওয়ানডেতে দলীয় রান সংগ্রহে বাংলাদেশের নতুন রেকর্ড। গত বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ওই ম্যাচে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়েছিল বাংলাদেশ।

মাত্র চারদিন পরেই মঙ্গলবার সেই রেকর্ডটি ভেঙে ফেলেছে বাংলাদেশ। লাহোরেই গড়েছে নতুন রেকর্ড। স্কটল্যান্ড নারী দলের বিপক্ষে আজ ২৭৬ রান তুলেছে বাংলাদেশ। এটি এখন ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড।

নিগার সুলতানা জ্যোতিদের রেকর্ড রানের জবাবে স্কটল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে তুলতে পেরেছে ২৪২ রান। এতে ৩৪ রানে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এ নিয়ে বাছাইপর্বের তিনটি ম্যাচের সবগুলোতেই জিতলো বাংলাদেশ।

একটি সময় মনে হয়েছিল, স্কটল্যান্ডের বিপক্ষে বিশাল ব্যবধানে জিতবে বাংলাদেশ। কেননা ১১০ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলেছিল স্কটল্যান্ড। কিন্তু অষ্টম উইকেটে প্রিয়ানাজ চ্যাটার্জি ও রাসেল স্লেটার ১১৫ রানের বিশাল জুটি করে ব্যবধান কমিয়ে আনেন। দুইজনই হাঁকান ফিফটি। তবে তাদের চেষ্টাকে সফল হতে দেননি নাহিদা আক্তাররা।

চ্যাটার্জি ৬৩ বলে ৬১ ও স্লেটার ৭৩ বলে সমান ৬১ রান করেন। ৪৮তম ওভারে শেষ দুই বলে দুজনকে আউট করেন নাহিদা আক্তার। এছাড়া শুরুর দিকে ৫৮ বলে ৪২ রান করেন সারা ব্রাইস।

এর আগে বাংলাদেশ দল ৬ উইকেটে ২৭৬ রান করে। তিন ফিফটিতে এই রান তোলে টাইগ্রিসরা। ফারজানা হক ও শারমিন আক্তার করেন সমান ৫৭ রান করে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি হাঁকান বিগ ফিফটি। ৫৯ বলে ৮৩ রানে মারকুটে ইনিংস খেলেন তিনি।

নিচের দিকে ২২ বলে ২৬ রান করেন ফাহিমা খাতুন।

বল হাতে বাংলাদেশের হয়ে ৪০ রানে ৪ উইকেট শিকার করেন নাহিদা আক্তার।

আরও পড়ুন

Scroll to Top