শনিবার

০৫:১৮:৪৩

১৭ মে, ২০২৫

৩০ বৈশাখ, ১৪৩২

১৭ জিলকদ, ১৪৪৬

Edit Content

শনিবার, ১৭ মে, ২০২৫

  1. Home
  2. Lead
  3. পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ট্রফি নিউজিল্যান্ডের

ব্রাজিল ম্যাচ দিয়েই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হতে পারে আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক:

লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে যাচ্ছে আর্জেন্টিনা। আর এক পয়েন্ট পেলেই মিলবে তাদের সমীকরণ। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার পরের ম্যাচ ব্রাজিলের বিপক্ষে। আগামী ২৬ মার্চের সে ম্যাচে অন্তত ড্র করতে পারলেই বিশ্বকাপ নিশ্চিত হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিশ্বকাপ নিশ্চিত করতে আরেকটু অপেক্ষা করতে হবে। কনমেবল অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট টেবিলে এই মুহূর্তে তিনে থাকা ব্রাজিল পরের ৫ ম্যাচে অন্তত দুই জয় পেলেই পৌঁছে যাবে বিশ্বকাপের মূল পর্বে।

২০২৬ বিশ্বকাপের তিন স্বাগতিক যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা সরাসরি বিশ্বকাপে খেলবে। আর স্বাগতিকদের বাইরে প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে এশিয়ার দেশ জাপান। এবার তাদের সঙ্গী হতে পারে আর্জেন্টিনাও।

যদিও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে খেলোয়াড়দের চোটাঘাত নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আর্জেন্টিনা। লিওনেল মেসি, পাউলো দিবালারা আগেই ছিটকে গেছেন। চোটশঙ্কায় রয়েছেন রদ্রিগো দে পল এবং লাউতারো মার্তিনেজও। আর উরুগুয়ের বিপক্ষে লাল কার্ড দেখায় নিকোলাস গঞ্জালেসও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে পারবেন না।

অন্যদিকে ব্রাজিলের গোলকিপার আলিসন বেকার মাথায় আঘাত পেয়ে ছিটকে গেছেন। চোট পেয়েছেন মিডফিল্ডার গার্সনও। আর কার্ড সমস্যায় আর্জেন্টিনার বিপক্ষে খেলা হচ্ছে না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গিমারেসের।

উল্লেখ্য, আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় ভোর ৬টায় বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা।

আরও পড়ুন

Scroll to Top