শনিবার

০২:৪৬:৪১

১৭ মে, ২০২৫

৩০ বৈশাখ, ১৪৩২

১৭ জিলকদ, ১৪৪৬

Edit Content

শনিবার, ১৭ মে, ২০২৫

  1. Home
  2. Lead
  3. পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ট্রফি নিউজিল্যান্ডের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। নতুন করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের একদিন পর মঙ্গলবার এই মন্তব্য করেছেন তিনি।

এর আগে, সোমবার ইরানের জাতীয় তেল সংস্থার প্রধানসহ ইরানি তেল বিক্রয় ও পরিবহনের কাজে জড়িত অভিযোগে তেহরানের ৩০টিরও বেশি জাহাজ ও কিছু ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন।

তেহরানের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার একদিন পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মন্ত্রী আব্বাস আরাঘচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি সর্বোচ্চ চাপপ্রয়োগের নীতি পুনরায় জোরদার করার পর সর্বশেষ ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার ইরান সফর করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তেহরানে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, পারমাণবিক ইস্যুতে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝে সরাসরি আলোচনার কোনও সম্ভাবনা নেই। যতক্ষণ পর্যন্ত এভাবে সর্বোচ্চ চাপপ্রয়োগের মার্কিন নীতি বাতিল করা না হয়, ততক্ষণ পর্যন্ত কোনও আলোচনা হবে না।

‘‘পারমাণবিক আলোচনার বিষয়ে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের অবস্থান খুব স্পষ্ট। আমরা চাপ, হুমকি বা নিষেধাজ্ঞার আওতায় কোনও আলোচনা করব না।’’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক উন্নয়ন এবং ইরান ও বড় শক্তিগুলোর মাঝে স্বাক্ষরিত ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবার তেহরান সফরে আসেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ।

সূত্র: রয়টার্স।

আরও পড়ুন

Scroll to Top