শনিবার

০২:৪৮:৪৩

১৭ মে, ২০২৫

৩০ বৈশাখ, ১৪৩২

১৭ জিলকদ, ১৪৪৬

Edit Content

শনিবার, ১৭ মে, ২০২৫

  1. Home
  2. Lead
  3. পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ট্রফি নিউজিল্যান্ডের

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ড্রোন হামলা, তিন পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় ফের ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে হামাসের তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে এই হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, সশস্ত্র এই পুলিশ সদস্যরা তাদের সেনাদের দিকে এগোচ্ছিল। তবে গাজার সংবাদমাধ্যগুলো জানিয়েছে, নিহত পুলিশ সদস্যরা মিসর সীমান্তবর্তী রাফাতে ত্রাণের ট্রাক প্রবেশের বিষয়টি দেখভালের দায়িত্বে ছিলেন।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। তারা মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, দখলদার ইসরায়েল যেন পুলিশ সদস্যদের ওপর হামলা না চালায়, সে ব্যাপারে তাদের বাধ্য করা হয়। কারণ পুলিশ হলো বেসামরিক প্রশাসনের অংশ।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো দিনের শেষ দিকে আরেকটি ড্রোন হামলার তথ্য জানায়। এতে বলা হয়, একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো ইসরায়েলি বাহিনী। পরে আইডিএফ এক বিবৃতিতে জানায়, যে গাড়িটিতে হামলা চালানো হয়েছে, সেটি অননুমোদিত রাস্তায় দিয়ে গাজার উত্তরাঞ্চলে যাচ্ছিল। তবে গাড়িতে হামলায় কেউ হতাহত হয়েছেন কি না সেটি এখনো জানা যায়নি।

গাজার উত্তরাঞ্চলে গাড়ি যাওয়ার জন্য ইসরায়েলি সেনারা সালাহ-আল-দিন সড়ককে নির্ধারিত করে দিয়েছে। সেখান দিয়ে যত গাড়িই যাচ্ছে সবগুলোতে তল্লাশি চালাচ্ছে একটি বেসরকারি সংস্থা।

আরও পড়ুন

Scroll to Top