শীতের মৌসুমে সবার মন কাড়ে সবুজে ঘেরা প্রকৃতির নান্দনিক রূপ। এই দৃশ্য থেকে মুখ ফেরানো দায়। অভিনেত্রী জয়া আহসানকেও দেখা গেল তেমনই একটা মুহূর্ত উপভোগ করতে।
সম্প্রতি তার ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, একটি সবজির ক্ষেতে সময় দিচ্ছেন তিনি। শুধু তাই নয়, বাংলার কৃষকদের মতোই হাতে কাস্তে নিয়ে ফুলকপি থেকে শুরু করে ধনেপাতা, শালগম সবই যত্নের সঙ্গে কাস্তে দিয়ে সংগ্রহ করছেন জয়া।
ভিডিওটির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘ময়লায় হাত, মাথায় রোদ, প্রকৃতির সঙ্গে হৃদয়, কৃষি জীবনই শ্রেষ্ঠ’।
তবে জমিটা কোথায় সে বিষয়ে কিছুই উল্লেখ করেননি জয়া। সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে। তাদের একাংশ আবার ধারণা করেছেন, এটি জয়ার জমি যেখানে তিনি নিজ হাতে সবজি চাষ করেন।