শুক্রবার

১৬:৩১:৩৯

১৬ মে, ২০২৫

২৯ বৈশাখ, ১৪৩২

১৬ জিলকদ, ১৪৪৬

Edit Content

শুক্রবার, ১৬ মে, ২০২৫

  1. Home
  2. Lead
  3. ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় জামায়াত

শুক্রবার শহীদ মিনারে আপ বাংলাদেশের আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক:

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতার একাংশের নেতৃত্বে আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (ইউপিবি বা আপ বাংলাদেশ)। ওই দিন বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশ করবে নতুন এই রাজনৈতিক প্লাটফর্মটি।

মঙ্গলবার আপ বাংলাদেশের প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ এ তথ্য জানান।

তিনি জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করাই হবে এই প্লাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা। আর দীর্ঘমেয়াদে আমরা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে যোগ্য ও নৈতিক নেতৃত্বের বিকাশ, সুবিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে চাই।

আলী আহসান জুনায়েদ জানান, ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের আলোকে সামাজিক চুক্তির পুনর্বহাল করে সাম্প্রদায়িক বন্ধন ও পারষ্পরিক শ্রদ্ধাপূর্ণ সমাজ গড়ায় কাজ করতে চাই। ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে এই প্লাটফর্ম কাজ করবে ইনশাআল্লাহ।

আরও পড়ুন

Scroll to Top