বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনের স্পিরিটকে সম্মান জানিয়ে এ দেশে রাজনীতি করতে হবে। শাপলা চত্বর, বিডিআর বিদ্রোহ এবং ২৪-এর বিপ্লবের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। শেখ হাসিনার রাজনীতির পুনর্বাসন মেনে নেওয়া হবে না।
বৃহস্পতিবার বিকালে ফেনীর কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করতে হবে এবং ইসলামের বিরুদ্ধে কোনো অবস্থান গ্রহণ করা হলে তা মেনে নেওয়া হবে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাপলা চত্বরে গণহত্যার বিচার এবং খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে ফেনীতে গণসমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
দলের ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় বিএনপি, জামায়াত, এবি পার্টি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দলের মহাসচিব জালাল উদ্দিন আহম্মদ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা।