শনিবার

০৫:৪০:১৬

১৭ মে, ২০২৫

৩০ বৈশাখ, ১৪৩২

১৭ জিলকদ, ১৪৪৬

Edit Content

শনিবার, ১৭ মে, ২০২৫

  1. Home
  2. Lead
  3. পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ট্রফি নিউজিল্যান্ডের

সিরিজ হারল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:

তৃতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। যদিও সিরিজে টিকে থাকার জন্য চতুর্থ ম্যাচে জিততেই হতো তাদের। এমন সমীকরণ নিউজিল্যান্ডের কাছে ১১৫ রানে হেরেছে সালমান আলি আগার দল। তাতেই এক ম্যাচ বাকি থাকতেই কুড়ি ওভারের সিরিজ হারল তারা।

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস হেরে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২২০ রান তোলে স্বাগতিকরা। দলীয় প্রচেষ্টায় এই পুঁজি পায় কিউইরা। ২০ বলে ৬ চার ও ৩ ছয়ের মারে ৫০ রানের ইনিংস খেলেন ফিন অ্যালেন। ৪৬ রান করেন মাইকেল ব্রেসওয়েল। ২৬ বল খেলেন অধিনায়ক। ২২ বলে ৪৪ রান করেন টিম সেইফার্ট। এছাড়া ড্যারেল মিচেল ২৯ ও মার্ক চ্যাপম্যানের ব্যাট থেকে আসে ২৪ রান। বাকি বোলারদের উদার হস্তে রান খরচের দিনে ব্যতিক্রম ছিলেন হারিস রউফ। ৪ ওভারে ২৭ রান দেন এই পেসার। তুলে নেন ৩ উইকেট।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং ধ্বস নামে পাকিস্তান শিবিরে। শেষ পর্যন্ত ১৬.২ ওভারে ১০৫ রানে অলআউট হয় তারা। সফরকারীদের হয়ে আব্দুল সামাদ ও ইরফান খান ছাড়া আর কেউ দশকের ঘরে যেতে পারেননি। ৩০ বলে ৪৪ রান করেন সামাদ। এছাড়া ২৪ রান আসে ইরফানের ব্যাট থেকে। ১৬ বল খেলেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে ২০ রানে ৪ উইকেট নেন জ্যাকব ডাফি। জাকারি ফোকসের শিকার ৩ উইকেট। ২৫ রান দেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ২২০/৬ (২০ ওভার); অ্যালেন ৫০, ব্রেসওয়েল ৪৬*, সেইফার্ট ৪৪; রউফ ৩/২৭

পাকিস্তান: ১০৫ /১০ (১৬.২ ওভার); সামাদ ৪৪, ইরফান ২৪; ডাফি ৪/২০

ফল: নিউজিল্যান্ড ১১৫ উইকেটে জয়ী

আরও পড়ুন

Scroll to Top