কুমিল্লার দেবিদ্বারে ৫০ বছর বয়সী এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইউছুফপুর সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, লাশটি থানায় রাখা হয়েছে। হত্যার পর হাত-পা ও চোখ-মুখ বেঁধে হাইওয়ে সড়কের সেতুর ওপর থেকে দুর্বৃত্তরা তাকে বিলে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার লাশ শনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে।