শনিবার

০৩:১৭:৫১

১৭ মে, ২০২৫

৩০ বৈশাখ, ১৪৩২

১৭ জিলকদ, ১৪৪৬

Edit Content

শনিবার, ১৭ মে, ২০২৫

  1. Home
  2. Lead
  3. পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ট্রফি নিউজিল্যান্ডের

২০ ডিসেম্বর বড় পর্দায় আসছেন মেহজাবীন

বিনোদন ডেস্ক:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অবশেষে বড় পর্দায় আসছেন। ২০ ডিসেম্বর তিনি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রিয় মালতী’ নিয়ে তার ভক্তদের জন্য সিনেমার পর্দায় আসতে যাচ্ছেন।

সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন এই তারকা। মালতী রানী দাশ নামে নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্র ধারণ করেছেন মেহজাবীন। যিনি পলাশ কুমার দাশ নামে এক তরুণের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন।

সমাজের আরও আট-দশটা নিম্ন মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের স্বপ্ন বুনছিলেন এই জুটি। বিবাহবার্ষিকীতে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় ঘোরাঘুরি, উপহার কিংবা স্বামী-স্ত্রীর খুনসুটি-সবকিছুই চলছিল চেনা ছন্দে। তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্ত ছবিটি পরিচালনা করেছেন। ছবিটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ১৫ বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের সিনেমা হলে আসছেন মেহজাবীন। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় মালতীর সঙ্গে দেখা হবে থিয়েটারে।’

মেহজাবীন ব‌লেন, ‘এটি আমার প্রথম সিনেমা, যা বাংলাদেশি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। তাই এই অনুভূতিটা একদম আলাদা। আমি খুবই অপেক্ষা করছি এটি দেখার এবং আমার প্রিয়জনদের সঙ্গে এটি উদ্‌যাপন করার জন্য। আমার ভক্তরা এবং পরিবারের সঙ্গে দেখব।’

এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুণ, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে এই ছবির শুটিং হয়েছে।

এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায়। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই অফিশিয়ালি সিলেক্ট হওয়া প্রিয় মালতী পেয়েছে ব্যাপক প্রশংসা। একদম দেশীয় প্রেক্ষাপটে বানানো সিনেমাটি সহজেই বুঝতে পেরেছেন বিদেশি দর্শক।

আরও পড়ুন

Scroll to Top