আগামী মে মাসে পাকিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজগুলো আগেই নির্ধারিত। নতুনকরে আগামী জুলাই-আগস্টে দুই দল দ্বিপাক্ষীয় সিরিজ খেলতে পারে।
এই সিরিজের আয়োজক হবে বাংলাদেশ। এরই মধ্যে সিরিজ নিয়ে বিসিবি ও পিসিবিরি মধ্যে আলোচনা হয়েছে বলে জানা যায়। ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, নতুন সিরিজের জন্য ইতিবাচক পাকিস্তান। সব ঠিক থাকলে বাংলাদেশ সফরে আসবে মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদরা।
চ্যাম্পিয়নস ট্রফির পর ঘরের মাঠে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ রয়েছে দলটির।