শনিবার

১২:২০:২৩

১৭ মে, ২০২৫

৩০ বৈশাখ, ১৪৩২

১৭ জিলকদ, ১৪৪৬

Edit Content

শনিবার, ১৭ মে, ২০২৫

  1. Home
  2. Lead
  3. পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ট্রফি নিউজিল্যান্ডের

টেস্টে পারফরম্যান্স নিয়ে যে আক্ষেপ করছেন মুমিনুল

স্পোর্টস ডেস্ক:

গেল বছর ঘরের মাটিতে ভালো করতে না পারলেও বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটটা খারাপ কাটেনি বাংলাদেশের। চলতি বছর তারা টেস্ট খেলতে নামবে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ দিয়ে। তার আগে এই ফরম্যাটটি নিয়ে ভালো লাগার পাশাপাশি আক্ষেপের কথাও জানিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক মুমিনুল হক।

(বুধবার) বিকেএসপিতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুমিনুল বলেন, ‘আমার কাছে মনে হয় না আমরা খুব ভালো টেস্ট খেলেছি। আপনাদের নির্দিষ্ট কারও কাছে হয়তো মনে হয়। ব্যক্তিগতভাবে আমি খুশি হতাম সাউথ আফ্রিকার সঙ্গে দেশের মাটিতে যদি সিরিজ জিততে পারতাম। তাহলে হয়তো বলতে পারতাম যে আমাদের পুরো (টেস্ট চ্যাম্পিয়নশিপ) চক্রটা ভালো হয়েছে।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই চক্রেই আট নম্বর দল হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ এই অভিজ্ঞ ব্যাটার, ‘১০টা টেস্ট ম্যাচ খেলে তার মধ্যে আমরা চারটিতে জিতেছি। অন্তত আরও দুইটা ম্যাচ জিতলে আমাদের র‌্যাঙ্কিং আরও ওপরে থাকতো। আগের চক্রে আমরা ৮ (নবম) নম্বরে ছিলাম, এবারও ৮ (সপ্তম) নম্বরে। আমার কাছে মনে হয় না আমরা খুব বেশি উন্নতি করেছি। উন্নতির জায়গা হলো আমাদের বোলিংটা, কেবল এটাই।’

তবে ঠিকই বোলারদের প্রশংসা ঝরেছে মুমিনুলের কণ্ঠে, ‘সবাই (ব্যাটাররা) চেষ্টা করছে উন্নতির জন্য। যেহেতু আমাদের পেস বোলিংটা উন্নত হয়েছে, আমরা জানি একটু ভালো স্কোর করতে পারলে আমাদের পক্ষে ম্যাচ জেতা সহজ হয়ে যায়। আমার মনে হয় এটা আপনারা পাকিস্তানেও দেখেছেন, তেমনি ওয়েস্ট ইন্ডিজেও। (এসব নিয়ে) আমাদের নিজেদের মধ্যে কথা হচ্ছে, চেষ্টা করছি, প্রস্তুতিও ভালো।’

জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজে জয় ছাড়া কিছু ভাবছেন না মুমিনুল, ‘অবশ্যই ম্যাচ জয় এবং সিরিজ জেতা এটাই (লক্ষ্য), অন্য কিছু না। আপনি যে দেশের সঙ্গেই খেলেন, ভালো বা খারাপ দল হোক, আপনি যখনই খেলবেন তখন লক্ষ্য থাকতে হবে আপনি ম্যাচ জেতার জন্য খেলবেন। এখানে আপনার ম্যাচ ড্র (করার চেষ্টা), সত্যি কথা বলতে ওইদিনগুলা এখন আর নাই। ওই মাইন্ডসেট এখন আর নাই।’

আরও পড়ুন

Scroll to Top