শনিবার

১২:২৫:৩২

১৭ মে, ২০২৫

৩০ বৈশাখ, ১৪৩২

১৭ জিলকদ, ১৪৪৬

Edit Content

শনিবার, ১৭ মে, ২০২৫

  1. Home
  2. Lead
  3. পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ট্রফি নিউজিল্যান্ডের

সব দলের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরির পরে নিবার্চন

অনলাইন ডেস্ক:

সব দলের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরির পরে নির্বাচন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভ্যাটিকান সিটিতে পোপের প্রতি শ্রদ্ধা জানানোর ফাঁকে ইতালিয়ান সংবাদমাধ্যম রাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানান তিনি।

টানা ১৫ বছরের বেশি একনায়কতান্ত্রিক শাসনের পর গণতান্ত্রিক নির্বাচন করা চ্যালেঞ্জের বলেও সাক্ষাৎকারে মন্তব্য করেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যেই হবে জাতীয় নির্বাচন।

প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার ধ্বংস করা অর্থনীতিকে পুনরুদ্ধার করে আবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সমাজ ও অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছিল ফ্যাসিস্ট সরকার। ভেঙে পড়েছিল সবকিছু। এ পরিস্থিতি থেকে পুনরুদ্ধার করে আবার বাংলাদেশকে ঠিক অবস্থানে ফিরিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার।

আরও পড়ুন

Scroll to Top