শনিবার

০৬:২০:৫৩

১৭ মে, ২০২৫

৩০ বৈশাখ, ১৪৩২

১৭ জিলকদ, ১৪৪৬

Edit Content

শনিবার, ১৭ মে, ২০২৫

  1. Home
  2. Lead
  3. পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ট্রফি নিউজিল্যান্ডের

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ দল

স্পোর্টস ডেস্ক:

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ৮৭ রানে হারিয়েছে বাংলাদেশ। তাতেই এক ম্যাচ হাতে রেখেই পঞ্চাশ ওভারের সিরিজ নিজেদের করে নিলো নুরুল হাসান সোহান অ্যান্ড কোং।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কনের শতকে ভর দিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৪৪ রান তোলে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ১১২ রানের ইনিংস খেলেন সোহান। অঙ্কনের অবদান ১০৫ রান। ৪০ রান এনে দেন মোহাম্মদ নাইম। এনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে ৩৯ রান। নিউজিল্যান্ডের হয়ে ক্রিস্টিয়ান ক্লার্ক দুটি উইকেট নেন। ৭১ রান খরচ করেন তিনি।

জবাবে সৈকত, শামিম, শরিফুলদের বোলিং তোপে পড়ে ৪৩.১ ওভারে ২৫৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড ‘এ’ দল। অতিথিদের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন ডেল ফিলিপস। ৩৯ রানে অপরাজিত থাকেন ক্লার্ক। এছাড়া মিচেল হে ৩৮ ও জর্জ ক্লার্কসন করেন ৩৪ রান। ৫০ রানে ৩ উইকেট নেন সৈকত। শরিফুল, তানভীর ও শামিম নেন দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’ দল: ৩৪৪/৫ (৫০ ওভার); সোহান ১১২, অঙ্কন ১০৫; ক্লার্ক ২/৭১

নিউজিল্যান্ড ‘এ’ দল: ২৫৭/১০ (৪৩.১ ওভার); ফিলিপস ৭৯, ক্লার্ক ৩৯; সৈকত ৩/৫০

ফল: বাংলাদেশ ৮৭ রানে জয়ী

আরও পড়ুন

Scroll to Top